Back

Home

A+ A A-

返回

পাকিস্তানে কোভিড-১৯ আক্রান্ত রোগী ১৬২,৪০৪জন

2020-06-19 13:12:50

জুন ১৯: পাকিস্তান সময় বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটা পর্যন্ত দেশটিতে নতুন করে ৫৩৫৮জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। এসময় পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪০৪জন।

সর্বমোট মৃতের সংখ্যা ৩১৪১জন এবং ৯৮ লাখ ২০১২ মানুষের ভাইরাস পরীক্ষা করা হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)